December 23, 2024, 10:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/
উপমহাদেশের অন্যতম মরমি সাধক লালন শাহ’র জন্মভিটা ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে লালন গবেষণা একাডেমির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এই আয়োজন করে লালন গবেষণা একাডেমির ঝিনাইদহ জেলা শাখা।
অনুষ্ঠানে লালন গবেষণা একাডেমির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক দীপ্তি রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এসএম আনিছুর রহমান খোকা,ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ হিসাব পরিচালক শেখ মোঃ জাকির হোসেন,নারিকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,দেহ ও আধ্যাতিক তত্বে ফকির লালন এক অপার রহস্য।তিনি উপমহাদেশে এখন গবেষণার বিষয়।তার জন্মভিটায় লালন বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি রাখেন তারা। লালনের একেকটি গান একেকটি রহস্যের উপাখ্যান। ২ শত বছর আগে তিনি গানে গানে যে তত্ব রেখে গেছেন তা ভাবনার জগতকে প্রসারিত করেছে বহু বিস্তৃত পথে।
Leave a Reply