December 23, 2024, 9:35 pm
জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলাৎকারের শিকার ওই শিশুটির বাড়ি দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, গত ৯ জুন সকালে খাওয়া দাওয়া করে মাঠে খেলা খেলতে যায় আমার ছেলে। গ্রামের বাবলাড়ির মাঠে ঘুড়ি উড়ানোর সময় প্রতিবেশী মিনাল হোসেনের ছেলে ইটভাটা শ্রমিক শামীম হোসেন (২৫) তার গলায় ধারালো হেসো ধরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করে। পরে বিষয়টি কাউকে না বলতে প্রাণ নাশের হুমকিও দেয় শামীম।
তিনি আরও জানান, আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ে আমার ছেলে। তখন আমাকে ঘটনাটি খুলে বলে সে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আমি অভিযুক্ত যুবক শামীমের বিরুদ্ধে থানায় মামলা করবো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনলে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। চুড়ান্ত মেডিকেল পরীক্ষার পর বিষয়টি পরিস্কার হবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply