December 22, 2024, 12:21 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টারে কোভিড-১৯ পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে জেলাতে শনাক্তের সংখ্যাও বাড়ছে বলে আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ৯১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় ১৯৩টি নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ৭১ জন। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৭৮ শতাংশ।
তার আগের ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা থেকে শনাক্ত ছিল ৭৪ জন। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৮ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ আব্দুল মোমেন জানিয়েছেন, কুষ্টিয়ায় সংক্রমণ ও রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।
আজ ভোর পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন করোনা রোগী ভর্তি আছেন। আগের ২৪ ঘণ্টায় ছিলেন ৭১ জন। এই সময় পর্যন্ত হোম আইসোলেশনে আছেন ৬৮২ জন আগের ২৪ ঘন্টায় ছিল ৬৭১ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৫৬২ জন, আগের ২৪ ঘণ্টায় ছিল ৫১৯ জন।
এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট পাঁচ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩২ জন।
সমগ্র আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে কুষ্টিয়া পৌরসভা ও এর আশেপাশের এলাকা। এখানে মোট আক্রান্রেত পরিমাণ ৩৪৩৫। মারা গেছে ৭৭ জন। বর্তমানে পৌরসভা ও এর আশেপাশের এলাকায় লকডাউন চলছে।
Leave a Reply