December 24, 2024, 5:55 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় আটক খুলনার ফুলতলা থানার এএসআই সৌমেন কুমার রায় ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করেছিলেন। তিনি ফুলতলা থানা থেকে রোববার ভোরে কুষ্টিয়ায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, শনিবার রাতেও এএসআই সৌমেন ফুলতলা থানায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি থানার কাউকে কিছু না জানিয়ে রোববার ভোরে কুষ্টিয়ায় চলে যান। গত বছরের ডিসেম্বরে তিনি ফুলতলা থানায় যোগ দিয়েছিলেন। তার বাড়ি মাগুরা সদরের আসবা গ্রামে।
খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান জানান, আটক এএসআই সৌমেনের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়া খুলনা জেলা পুলিশ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।
ছুটি না নিয়েই কর্মস্থল ত্যাগ করার সময় সৌমেন সরকারি অস্ত্র ও গুলি সঙ্গে করে নিয়ে যান কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
Leave a Reply