দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় বজ্রপাতে তিন নারী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে বলে সংবাদ জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে সন্ধ্যার সময় প্রচন্ড বজ্রপাতে জানিপুর ইউনিয়নে বসাকুষ্টিয়া গ্রামের দুইজন মহিলা মন্টু শেখর স্ত্রী লিপি খাতুন (৩০) আব্দুর রাজ্জাকের স্ত্রী শাহিদা খাতুন (৩৫) ও জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামের দবির উদ্দিনের স্ত্রী স্মৃতি খাতুন (৩৫) বজ্রপাতে নিজ বাড়িতে গুরুতর আহত হয়।
বাড়ির সদস্যরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ জরুরী বিভাগে আনে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রতিক সাহা আহত রুগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রুগীদের অবস্থা আশংকা জনক আছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।
Leave a Reply