December 25, 2024, 8:25 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা বারটায় মসজিদ সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এফতে খায়রুল ইসলাম ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক এফতে খায়রুল ইসলাম বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আসুন আমরা সবাই মিলে এই স্বনামধন্য বিদ্যাপীঠ কুষ্টিয়া জিলা স্কুল মসজিদের সম্প্রসারন ও সংরক্ষণে অংশগ্রহন করি। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।
বৈশ্বিক করোনার আগ্রাসনে বিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকলেও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। মসজিদের সম্প্রসারণ কাজের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল ও হ্যান্ডবল খেলার দুটি মাঠ বালি ভরাট করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী সাহেব আলী। সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল জলিল,মুন্সি কামরুজ্জামান,প্রাক্তন ছাত্র রোমিও মৃধা,রুবেল প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply