দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কুষ্টিয়ার কুমারখালীতে মাস্ক পরিধান না করা ও গনজমায়েত করার অপরাধে ৪ টি পৃথক মামলায় তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে কুমারখালী পৌরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন থানা পুলিশ, পেশকার এবং ভূমি অফিসের স্টাফ।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না তাসনীম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে চলমান লকডাউন প্রতিপালনে মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, মাস্ক পরিধান না করা এবং অপ্রয়োজনীয় গণজমায়েত করাসহ অন্যান্য বিধিনিষেধ না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন,২০১৮ অনুযায়ী ৪ টি পৃথক মামলায় তিন হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply