December 23, 2024, 7:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন”
এই প্রতিপাদ্য সামনে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জাম খান সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে দৌলতপুরে প্রথমবারের মতো আয়োজিত এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন প্রাণজ খাবারের প্রদর্শনীর পাশাপাশি উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া,কবুতর, পাখিসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সওয়ার জাহান বাদশাহ্ বলেন,প্রাণীজ আমিষ মেধাবী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সমুদ্রসীমা পেয়েছি আমরা। আন্তর্জাতিক আদালতে মামলা করে মিয়ানমার ও ভারত থেকে সমুদ্রসীমা অর্জন করেছি। এ সমুদ্রসীমায় অনেক সম্পদ রয়েছে। অনেক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছেন।
Leave a Reply