December 22, 2024, 12:49 pm
হুমায়ুন কবির, খোকসা/
নতুন কোনো করআরোপ ছাড়াই কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩ নং বেতবাড়ী ইউনিয়ন পরিষদের ২০২১- ২০২২ অর্থবছরের বাজেট পেশ করেছেন।
মহামারী করোনাভাইরাস এর কারণে অনেকটাই ভার্চুয়াল মাধ্যমে সোমবার সকালে বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সভাকক্ষে ৩ নং বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থবছরের সম্পূরক বাজেট পেশ করা হয়েছে।
গত ২০২০- ২০২১ অর্থবছরের বাজেটের থেকেও ৩ লক্ষ ৮৯ হাজার ৬৮০ টাকার বেশি আয় ব্যায় দেখিয়ে ২০২১- ২০২১-২০২২ অর্থ বছরের সম্পুরোক বাজেট করা হয়েছে ৬০ লক্ষ ৮১ হাজার ৮৮০ টাকা।
বাজেট পেশকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার জানান, মহামারী করোনাভাইরাস এ মানুষের ক্রয় ক্ষমতা বিলুপ্ত হওয়ায় নতুন করারোপ করা হয় নাই। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ইউনিয়ন পরিষদের মানুষের সুরক্ষার জন্য বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেখে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।
বাজেটে কোন উদ্বৃত্ত আয়না দেখি এই সম্পূরক বাজেটের যা হয়েছে তা সম্পূর্ণ ব্যয় দেখানো হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব মোহাঃ রহমত আলী বিশ্বাস এর সঞ্চালনায় পরিষদের সর্বস্তরের জনসাধারণ, ব্যাবসায়ী ও মেম্বার সকল উপস্থিত ছিলেন।
Leave a Reply