December 22, 2024, 6:44 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খোকসায় পূর্ব-শত্রুতার জের ও ছাগলের প্রতিবেশীর পাট ক্ষেতের পাট খেয়ে যাওয়াই গোলমালে আহত হয়ে হাসপাতালে ভর্তি।
বৃহস্পতিবার (২৭ মে) রাতেই মামলার বাদী আব্দুর রাজ্জাক ৮ জন কে আসামি করে থানায় মামলা করেন। মামলা নং ১০, তারিখ ২৭/০৫/২০২১ ইং। অভিযোগের সূত্র ধরে রাতেই ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে। থানার মামলার এজাহার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবেশীর পাটের জমিতে পাট খেয়ে ফেলে ছাগলে। এতেই আসামীরা পূর্ব শত্রুতার জেরে গোলমালে জড়িয়ে পড়ে।
উক্ত গোলমালে আহত হন বাদি আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকেরা। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন আলিম (৩০), রুবেল (২২), তৈয়ব (২৭), ওসমান (২৩), টিক্কা (৫০) ও জিন্না (৪৫)। এদের সকলের বাড়ি শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে।
বৃহস্পতিবার দুপুরে খোকসা থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ জেলহাজতে প্রেরণ করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রশান্ত কুমার জানান গ্রামীণ পরিবেশে নিজেদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এবং ছাগলের পাট খেত খাওয়াকে কেন্দ্র করেপ্রতিবেশী একে অপরের সাথে গোলমালে জড়িয়ে পড়ে।
Leave a Reply