December 22, 2024, 6:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে ও ডাব পাড়াকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আশরাফ আলীর স্ত্রী পলি খাতুন (৪৫), দুই কন্যা আশা (২৯) ও দিশা (২১) কে পিটিয়ে আহত করেছে মুক্তিযোদ্ধা আশরাফুলের ভাই আব্দুর রহিম (৩৮)ও তার স্ত্রী শিল্পী খাতুন (৩৫)।
বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শোমসপুরে এ ঘটনা ঘটে । পরে আহতদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জরুরি বিভাগে নিয়ে আসে।
তারা সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা আশরাফ আলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান লিখিত অভিযোগ পেয়েছেন। মামলা পূর্ব প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply