October 30, 2024, 10:13 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চাঁপাইনবাবগঞ্জ জেলার যৌতুকের মামলায় সি আর ৮৫/২০ এর ওয়ারেন্ট ভুক্ত তিন আসামি কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের মো: ইনজামামুল হক রুবেল (৩০),হাসিবুল ইসলাম (২৮) ও ওয়াসিমুল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারের নির্দেশে এসআই রাশেদুল ইসলাম ও এসআই ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে জেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রাম থেকে ওয়াজেদ আলীর তিন ছেলেকে গ্রেপ্তার করে আনা হয়। বৃহস্পতিবার দুপুরে আসামি তিনজনকে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য নারী নির্যাতন বিষয়ে ২০২০ সালে এদের বিরুদ্ধে চাঁপাই নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিন ভাই কে বুধবার গ্রেফতার করা হয়
Leave a Reply