October 30, 2024, 10:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
অল্পের জন্য রক্ষা পেল কুষ্টিয়ার খোকসা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের মূল ট্রান্সফর্মার। মঙ্গলবার (২৫শে মে ) ভোর ৫ টার সময় সাবস্টেশনের মুল ট্রান্সফর্মার কেবলে সংযোগ আলগা হয়ে আগুনের সূত্রপাত হয়।
খোকসা পল্লী বিদ্যুতের সাব স্টেশনে দায়িত্বে থাকা এজিএম ওমর আলী জানান মূল ট্রান্সফর্মার কেবল এল স্কড থাকার কারণে আগুনের সূত্রপাত হয় এতে ট্রান্সফর্মার সার্ভিস কেবল টি পুড়ে যায়। খোকসা ফায়ার সার্ভিসের সংবাদ গেলে তাৎক্ষণিক তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার এক ঘন্টা পর সাব-স্টেশনের তিনটা ফিডারের ক্যাবলের লাইন সংযোগ করতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি আরো তিন টা লাইনের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিকল্প ব্যাবস্থায় লাইন চালু করার চেষ্টা চলছে বলে জানা যায়।
খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, সাব স্টেশনে আগুনের সংবাদে আমরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।তিনি আরো বলেন অল্পের জন্য রক্ষা পেল সাব স্টেশনে মূল ট্রান্সফর্মা।
Leave a Reply