December 22, 2024, 3:19 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ (২৬ এপ্রিল) সকাল ৬টা থেকে খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে আটটি আবার চালু করা হয়েছে। তবে খাদ্য বিভাগের বস্তা সরবরাহে চালু হলো পাটকলগুলো।
চালু করা হয় পাটকলগুলো। শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা কাজ করছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে পাটকলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) খুলনা কার্যালয় সূত্র জানায়, সরকারের খাদ্য বিভাগের বস্তা সরবরাহের জন্য খুলনাঞ্চলের ৮টি পাটকল আংশিকভাবে চালু হয়েছে। রবিবার সকালে খুলনার পাটকলগুলোর গেট দিয়ে শ্রমিকরা মিলে প্রবেশ করে ভোর ৬টা থেকেই উৎপাদন শুরু করেন।
উৎপাদন শুরু হওয়া পাটকলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল, ইস্টার্ন জুট মিল ও জেজেআই জুট মিল।
তবে মিলগুলোতে সতর্কভাবে দূরত্ব বজায় রেখে কাজ করছেন শ্রমিকরা।
বিজেএমসির তথ্য অনুযায়ী, খুলনা অঞ্চলের ৯টি পাটকলে প্রায় সাড়ে ৯ হাজার স্থায়ী শ্রমিক রয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় পাটকল বন্ধ রাখা হয়।
তবে চাল ও বীজের মোড়কে পাটজাত বস্তার সংকট তৈরি হলে সীমিত আকারে পাটকলগুলো চালুর উদ্যোগ নেয় বিজেএমসি।
তবে খাদ্য অধিদপ্তর ও বিএডিসির চাহিদা অনুযায়ী বস্তা তৈরি হলে দেশের অভ্যন্তরে এগুলো বিক্রি করা যাবে। এতে বকেয়া পরিশোধ করা সহজ হবে।
Leave a Reply