December 22, 2024, 8:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রোজিনা ইসলামের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় এবার মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার বেলা এগারটায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে মুজিব চত্বরে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তাতে সরকারের ভাবমূর্তি উজ্জল হয়নি। বরং দেশে ও সারা পৃথিবী জুড়ে বাংলাদেশ সম্পর্কে একটা নীতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এটা দেশের জন্য অমঙ্গলকর।
বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মজু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিছাাড়ও তাঁকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন।
Leave a Reply