December 23, 2024, 8:43 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
অবহেলিত শিশুদের সমাজের মূল স্রোতে এনে সাবলম্বী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত দৌলতদিয়া সেভহোমের শিশুদের আর্থিক সহায়তা করেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত শিশুদের পুনর্বাসনের জন্য দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে দৌলতদিয়া সেভহোম।
এই সেভহোমে থেকে লেখাপড়া করে অবহেলিত অনেক শিশু আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। রাস্ট্রের বিভিন্ন স্থানে কাজ করে তারা যোগ্যতা প্রমান করেছেন। বর্তমানে অনেকেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। সেভহোমটি যাত্রা শুরু করেছিল বর্তমান রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও বেসরকারী উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের ঐকান্তিক প্রচেষ্টায়।
বিভিন্ন দাতা সংস্থার আর্থিক অনুদানে সফলতার সাথে পরিচালিত হচ্ছিল এই সেভহোম। বেশ কিছুদিন যাবৎ দাতা সংস্থা তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। তারপরও সেভহোম কর্তৃপক্ষ শত সমস্যার মধ্যে অবহেলিত এ সব শিশুর ভরনপোষন করে আসছে। বিষয়টি অবগত হয়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ স্বপ্রণোদিত হয়ে এ সকল শিশুর ভরনপোষনের জন্য সেভহোম কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
Leave a Reply