December 21, 2024, 10:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন সেলের সহকারী রেজিস্ট্রার শাহানুর আলম (কেরামত) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কেরামত ঝিনাইদহের নিজ বাসাতে ছিলেন। রাত ১০ টার দিকে রাতের খাবার শেষ করে সোফায় বসে ছিলেন। এসময় তিনি আকস্মিকভাবে বুকে ব্যাথা অনুভব করেন। গ্যাসের উপসর্গ মনে করে তিনি ট্যাবলেট গ্রহন করেন। ব্যাথা না কমায় তিনি কয়েক জায়গায় ফোন করেন। একজন চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কেরামত ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। বিএনপি জোট সরকারের আমলে এই পদে থাকাকালীন তিনি বারবার ছাত্রদল-শিবিরের হাতে নির্যাতিত হন।
এদিকে কেরামতের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
পৃথক শোক-বার্তায় সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়া শোক প্রকাশ করেছে বিশ^বিদ্যালয় কর্মকর্তা সমিতি, বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন।
Leave a Reply