December 22, 2024, 10:20 pm
তীব্র তাপদাহ দেশজুড়ে। দক্ষিণ-পশ্চিমে সবচেয়ে বেশী তাপ চলছে যশোর জেলায়। এদিন যশোরে তাপমাত্রার পারদ গিয়ে ঠেকে ৩৯ দশমিক ৪ ডিগ্রি কুষ্টিয়াতেও চলছে তীব্র তাপদাহ। তাঁতানো-পোড়ানো রোদে দমবন্ধ অবস্থা যশোরের প্রকৃতিতে। এখানকার তাপপ্রবাহ মাঝারি ধরনের হলেও পড়েছে প্রচণ্ড গরম।দিনভর সূর্য যেন আগুন ঢেলেছে। ফলে গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। হাঁসফাঁস দশা প্রাণীকূলেরও। বিশেষ করে শ্রমজীবী মানুষও দমবন্ধ করা গরমে পড়েছেন অপরিসীম কষ্টে।
জানা যায়, চৈত্রের শুরু থেকেই যশোরে গরমের এমন দাপট চলছে।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের তীব্রতা। প্রচন্ড রোদের সাথে ছিলো গরম হাওয়া। একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে গরম হাওয়ার ফলে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাই একটু স্বস্তিপেতে সন্ধ্যার পর মানুষ বাড়ির বাইরে গেটের সামনে এবং ফাকা রাস্তা ও মাঠের মধ্যে হাটাহাটি করতে শুরু করেছে। অতিরিক্ত গরমে শিশুরা জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেনো বেড়ে যাচ্ছে। বর্তমানে জনগন আল্লাহ তাআলা কাছে প্রর্থনা করছেন ভারী বর্ষণ এর জন্য।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, যশোরের উপর দিয়ে বয়ে চলা মাঝারি এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ঝড়-বৃষ্টিরও কথাও বলা হচ্ছে পূর্বাভাসে। অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদফতর। এছাড়া দিনে ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দিয়েছে।
Leave a Reply