December 23, 2024, 6:59 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গার জীবননগরে নিজ ট্রাকের চাপায় আলামিন হোসেন (১৮) নামে এক হেলপার নিহত হয়েছে৷ সোমবার দিনগত রাত ১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন একই উপজেলার মনোহরপুর গ্রামের মুসের আলীর ছেলে৷
পুলিশ জানায়, রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ট্রাকটি মোড় ঘুড়ানোর জন্য পিছনের দিকে নেয় চালক৷ এসময় পিছনে দাঁড়িয়ে থাকা হেলপার আলামিন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে পিষ্ট হয়৷ এতে গুরুতর আহত হয় সে৷ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন৷
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি আল মাসুম জানান, হাসপাতালে নেয়ার আগেই আলামিনের মৃত্যু হয়েছে। তার মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়৷ পরে মরদেহটি থানায় নেয়া হয়৷
তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় রাতেই নিহতের মরদেহ ময়না তদতের ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply