December 22, 2024, 7:17 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন সরকার সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে করোনা থেকে সৃষ্ট সকল দুর্যোগ মোকাবেলা করবে। সরকারের সকল রকম চেষ্টা রয়েছে যাতে করে একজন মানুষও এই সময়ে কষ্ট না পায়। তিনি বলেন কুষ্টিয়ার ব্যবসায়ী সমাজ আজ যেভাবে এগিয়ে এসেছে অসহায়দের সহায়তা করতে এমনটি আগে কখোনই ঘটেনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়ায় মোহিনী মিল মাঠে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন অতীতে অনেক দুর্যোগময় মুহুর্তে দেশে খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে, অসংখ্য মানুষ নানভাবে কষ্ট পেয়েছে। কিন্তু বর্তমান সরকারের আমলে জননেত্রী শেখ হাসিনার এই সরকারের সময়ে এমনটি ঘটেনি। এটা সরকারের দুরদর্শিতা।
এসময় সরকারের উদাসীনতা, অযোগ্যতায় করোনা নিয়ন্ত্রনের বাইরে, প্রনোদনা নিয়েও অনিয়ম হচ্ছে’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কাজই সরকারের সমালোচনা এবং মিথ্যাচার করা। কোন ভালো কাজই তাদের চোখে পড়ে না। করোনা দুর্যোগ নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমসিম খাচ্ছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সাথে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা মিলে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বাইরের দেশগুলোর তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি। এটা মির্জা ফখরুলদের মুখ দেখে আসেনি, এটা সরকার এবং প্রধানমন্ত্রীর বিচক্ষনতার কারণেই সম্ভব হয়েছে। সরকারের সমালোচনা করে জনসমর্থন পাওয়ার এই পথ বর্জনের আহবান জানান হানিফ।
এসময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মধ্য দিয়ে জেলার ব্যবসায়ীদের সহযোগিতায় গড়ে তোলা বিশেষ ফান্ড থেকে লকডাউনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা দেয়া শুরু হলো। এ আয়োজনে ১০ হাজার অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে।
উদ্বোধনী দিনে ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।
Leave a Reply