December 22, 2024, 7:43 pm
আসিফ যুবায়ের //
কুষ্টিয়া লাহিনী বটতলা সংলগ্ন চারা বটতলা ও বটতলা এর মাঝামাঝি স্থানে, আনুমানিক রাত ১১ঃ৪৫ টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় ট্রাকের হেলপার শামীমের (২৫) কাছ থেকে জানা যায়, গাড়ি টি চালানো অবস্থায় ড্রাইভার ফিরোজের চোখে ঘুম এলে শামীমকে গাড়িটি চালাতে দেয়া হয়। এই সময় ট্রাক নিয়ন্ত্রণ না করতে পারায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের হেল্পার ড্রাইভার সহ আরো তিন জন যাত্রী ছিল এবং তারা তেমন গুরুতর আঘাত পাননি। এ বিষয়ে তিনি বলেন যে, বৃষ্টির মধ্যে গাড়িটি এমনি এমনি বাউলি মারছিল এবং সে সময়ে গাড়িটি নিয়ন্ত্রণ করার জন্য ব্রেকে পা দিলে ব্রেক লক হয়ে যায় সপই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িটি কাঁচামাল নেয়ার উদ্দেশ্যে ফরিদপুর থেকে দিনাজপুর উদ্দেশে যাচ্ছি
Leave a Reply