December 26, 2024, 1:43 pm
বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতের স্ত্রী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শাহিদা আখতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া নাগরিক কমিটি।
নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এসএম মুস্তানজিদ সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা এই মহতী ও কর্মঠ মানবসেবীর মৃত্যুতে শোক জানান। তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
ডাঃ শাহিদা আখতার ঢাকার বারডেমে কর্মরত ছিলেন।
তিনি বার্ধক্যজনিত কয়েকটি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা সন্তান রেখে গেছেন। ডাঃ শাহিদা আখতারের পিতার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারীতে।
Leave a Reply