December 22, 2024, 2:06 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শ্রম অধিদপ্তরের আয়োজনে মে দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ভার্চুয়াল আলোচনা হয়েছে। এতে মালিক-শ্রমিকের সম্পর্ক আরো উন্নত করতে সব পক্ষকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। ১ মে বেলা ১১টায় অনলাইনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রম অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক জহিরুল হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মালিক-শ্রমিকরা। এবারে দিবসের প্রতিপাদ্য শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ।
এদিকে মহান মে দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা সেনেটারি ও রং মিস্ত্রি নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে সকাল ১০টায় শহরের কাটাইখানা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কুষ্টিয়া সমবায় মার্কেটের নিজ কার্যালয়ে আলোচনা সভা হয়।
Leave a Reply