November 2, 2024, 4:30 am
আসিফ যুবায়ের/
ঈদ ঘনিয়ে আসায় মার্কেটে ক্রেতাদের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বেচা-বিক্রিও। বড়দের সঙ্গে ছোটরাও আসছে নিজেদের পছন্দের পোশাক কিনতে। বিক্রেতারা বলছেন, ঈদের বিক্রি এখনো আশানুরূপ নয় ।
চলছে লকডাউন, তবে মার্কেট খোলা আর সামনেই ঈদ। তাই অনেকেই ভিড় জমাচ্ছেন মার্কেটে। ছোট্ট সোনামনিদের নিয়ে, পরিবার-পরিজনরা আসছেন নিজের পছন্দের পোশাক কিনতে। ঈদের আগে বিক্রিবাট্টা আরও ভালোও হবে বলে প্রত্যাশা রাখেন বিক্রেতারা।
শহরের রাস্তায় গণপরিবহন বাদে সবধরনের যানবাহনের অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। এতে করে যানজটের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। কুষ্টিয়ার থানাপাড়া সকাল বেলার চিত্র দেখে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। যানবাহন চলছিল ধীর গতিতে। সাধারণ দিনের মতই চলাফেরা করছে মানুষ। স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি সবাইকে।
Leave a Reply