December 22, 2024, 12:57 pm
আসিফ যুবায়ের/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া থেকে আল্লারদর্গা সড়কের অবস্থা বেহাল। সংস্কার হয় না দীর্ঘদিন। ১৪ কিলোমিটার সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।
কার্পেটিং আর ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন, ঘটছে দুর্ঘটনা।
টেন্ডার হলেও ঠিকাদার কাজ শুরু করেনি। ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া -জুনিয়াদহ মির্জাপুর হইয়ে আল্লারদর্গা পর্যন্ত কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র পথটি এখন ভাঙাচোড়া, ধুলো-ধুসর। প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমন কোনদিন নাই যেদিন এই রাস্তায় কোন না কোন দুর্ঘটনা ঘটছে না। বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে উঠে। দ্রুত সংস্কারের দাবী জানান তারা।
রাস্তার ধুলো আর ইটের সুড়কি বাতাসে উড়ে পড়ছে বাড়ি-ঘরে। শুধু স্থানীয়রাই নয়, সড়কটির কারণে ভোগান্তিতে পড়েছেন অন্য এলাকার মানুষও। বেড়েছে গাড়ি ভাড়া।
Leave a Reply