December 23, 2024, 12:14 am
দৈনিক কুষ্টিয়া র্স্পোটস ডেস্ক/
করোনা পরিস্থিতি উন্নতি না ঘটলে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থান পরিবর্তন হতে পারে। তবে স্থান যেখানেই হোক আয়জোক ভরাতই থাকবে। এমনটা জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মহাব্যবস্থাপক ধিরাজ মালহোত্রা। ভারতে না হলে, প্রাথমিকভাবে আরব আমিরাতকেই ভাবা হচ্ছে বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে। আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে এ আয়োজনটি।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সামনে কী হবে তা এখনই বলা কঠিন। তবে সম্ভাব্য পরিকল্পনা হলো বিশ্বকাপ আরব আমিরাতেও হতে পারে। যদিও আয়োজক থাকবে বিসিসিআই-ই।’
করোনার সংক্রমণ অধিক হারে বেড়ে যাওয়ার আগে বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু চূড়ান্ত করেছিল বিসিসিআই। সেই শহরগুলো হলো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা, আহমেদাবাদ এবং লখনৌ। আপাতত এ পরিকল্পনা ধরেই এগুনো হবে জানালেন ধিরাজ।
তার ভাষ্য, ‘আমাকে টুর্নামেন্টের অন্যতম পরিচালক করা হয়েছে। তাই আমি সম্ভাব্য সবকিছুই করছি যেন এটি ভারতে আয়োজন করা যায়। আমরা আপাতত সবকিছু স্বাভাবিক ধরেই ভাবছি। পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় চলে গেলে আমরা আইসিসির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবো।’
Leave a Reply