December 23, 2024, 7:14 am
আসিফ যুবায়ের/
শুরুতে ধোঁয়াশা থাকলেও এখন পরিষ্কার করোনা প্রতিরোধের সবচেয়ে কার্যকরী মাধ্যম হচ্ছে মাস্ক। কিন্তু কোন মাক্স পড়বেন? এক এক মাস্ক এর কার্যক্ষমতা একেক রকম। জায়গা ভেদে সুরক্ষাও দেয় আলাদা। এই যেমন হসপিটাল এ যে ধরনের মাক্স প্রয়োজন তা খোলা জায়গায় না। সবচেয়ে বেশি সুরক্ষা মেলে এন৯৯ মাক্স এ। ভাইরাস প্রতিরোধে ৯৯পার্সেন্ট সুরক্ষা দেয় এটি। ধূলিকণা রোধে ৫০% কার্যকর হলেও ব্যাকটোরিয়া রোধে শতভাগ কার্যকর পরিচিতি আরেকটা মাক্স এন ৯৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দেশনা অনুযায়ী ভাল্ব বিহীন মাক্স পড়তে বলা হয় স্বাস্থ্যকর্মীদের, যারা সরাসরি কাজ করে রোগীদের সাথে। ০.৫% ক্ষুদ্র কণা আটকা পারে এই মাক্স। ব্যাকটেরিয়া ধূলিকণা আটকাতে পারে শতভাগ। ট্রাভেল, হাসপাতাল, জনসমাগম-এ এই মাক্স পড়লে ভালো হয়। সার্জিক্যাল মাক্স, বর্তমান সময়ে এ মাক্স খুব পরিচিতি পেয়েছে। তিন স্তরের এ মাক্স এ ভাইরাস প্রতিরোধের ক্ষমতা এন ৯৫ এর তুলনায় একটু কম। তারপরও ভাইরাস আটকাতে ৯৫ ভাগ সফল। বর্তমান সময়ে আরও জনপ্রিয় কাপড়ের মাক্স। তবে হতাশ হবেন এই শুনে যে ব্যাকটেরিয়া ধূলিকণা আটকাতে পারলেও ভাইরাস আটকাতে খুব একটা সফল না। তবে মাক্স কিছু না কিছু সুরক্ষা দেয়। বাধার সম্মুখীন-এ ফেলায় বাইরের জীবাণু ভিতরে প্রবেশ করতে। তবে মাক্স কতটা কার্যকর করে তা নির্ভর করে মুখের সাথে কতটা ফিট হচ্ছে। মুখে মাস্ক এর মাঝখানে যেন ফাঁকা না থাকে সেই দিকে লক্ষ রাখতে হবে। গবেষণায় দেখা যায় একসঙ্গে দুটি মাস্ক বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারে। আমেরিকা সেন্টার ডিজিজ কন্ট্রোল সিডিসি বলছে, দুটি মাক্স বেশি সুরক্ষা দেয়।
Leave a Reply