October 30, 2024, 10:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় একজন ভূয়া ডাক্তার ধরা পড়েছে। যিনি মুলত এসএসসির গন্ডিও পার হননি। অথচ মেডিসিন বিষয়ে এমবিবিএস এমসিপিএস ডিগ্রিধারী সেজে দিব্যি চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন কুষ্টিয়াতে প্রায় ৫ বছর ধরে। এর আগে অন্য জেলাতেও এমন চিকিৎসা দিয়েছেন প্রায় আরো ৫ বছর। তার নাম এম কে এইচ খান বিজয়।
সোমবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সোমবার তাকে দুই বছরের জেল দিয়ে পুলিশে সোর্পদ করে। ঔদিন রাতেই কুষ্টিয়ার একটি আদালত তাকে কারাগারে পাঠায়।
র্যাব-১২ কুষ্টিয়ার কমান্ডার মেজর মাহফুজুর রহমান জানান তারা বিষয়টি অবগত হয়ে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে সোমবার দুপুরে। হাসপাতালটি কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পাশে অবস্থিত। র্যাবের জিজ্ঞাসাবাদে তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বলে জানান। তিনি দাবি করেন সিলেটের একটি বেসরকারি ইস্ট-ওয়েস্ট মেডিকেল থেকে এমবিবিএস পড়াশোনা করেছেন। তিনি সার্টিফিকেটও দেখান। দেখান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ইস্যু করা একটি রেজিস্ট্রেশন কার্ডও।
ঐ র্যাব কর্মকর্তা জানান বিএমডিসির রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নথিপত্র পর্যালোচনা করে এম কে এইচ খানকে ভুয়া চিকিৎসক হিসেবে নিশ্চিত করেন। বিএমডিসির ইস্যু করা যে রেজিস্ট্রেশন কার্ড তিনি দেখান সেটা ভেরিফিকেশন করে দেখা যায় যে ওটি সাতক্ষীরা জেলার একজন চিকিৎসকের যিনি ছিলেন ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্র।
অভিযানে অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। কুষ্টিয়া সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ছিলেন ডাক্তার রাকিবুল হাসান। তারাও বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায় দু’বছর আগে এম কে এইচ খান বিজয় কুষ্টিয়ায় বিয়েও করেন। সেখানেই তিনি বসবাস করছিলেন। হাঁকিয়ে বেড়াচ্ছিলেন দামি এলিয়েন গাড়ি।
ওদিকে বাড়ি বাড়া নিয়ে গড়ে তুলেছিলেন ঐ হাসপাতাল। হাসপাতালটিতে তৈরি করে নেন অপারেশন থিয়েটার, কেবিন, বেড সবই। রোগীদের ডায়াগনস্টিক থেকে শুরু করে অস্ত্রোপচার পর্যন্ত করে আসছিলেন তিনি।
ভ্রামামান আদালতে দোষ স্বীকার করা পর আদালতের ম্যাজিস্ট্রেট সবুজ হাসান তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে এই অপরাধে সহযোগিতা করার দায়ে বাড়ি মালিক সায়েদুল ইসলামকে ১লাখ টাকা জরিমানা করে আদালত।
রাতেই তাকে তোলা হয় কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজস্ট্রিট আদালতে। সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
হাসান।
Leave a Reply