December 22, 2024, 3:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানব বন্ধন হয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)র ব্যানারে শনিবার বেলা ১২টায় কুষ্টিয়ার এন এস রোডে এই মানব বন্ধন হয়। এতে শ্রমিক হত্যায় জড়িতদের বিচারের দাবিও জানানো হয়। স্কপের কুষ্টিয়া জেলা সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় এর শরীক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, বিনা উস্কানীতে শ্রমিকদের উপর কাপুরুষোচিত গুলিবর্ষণ করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবি তোলেন তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন নেতৃবৃন্দ।
Leave a Reply