December 23, 2024, 2:18 am
দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদের মধ্যে কুষ্টিয়ায় দুজন। যার মধ্যে একজ চিকিৎসক।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান জেলার ভেড়ামারা উপজেলার হেলথ কমপ্লেক্রের চিকিৎসক রাকিব ইমরান ও কুমারখালী উপজেলার সদকী গ্রামের এক ৫০ বছর বয়সী ব্যক্তির টেস্ট পজিটিভ পাওয়া যায়।
এই দিয়ে জেলায় মোট ৪জন করোনা আক্রান্ত হলো। অন্যদিকে ঢাকা পুলিশের বিশেষ শাখায় কর্মরত একজন এএসআই ঢাকাতে ২১ এপিল সনাক্ত হবার পর তিনি নিজ মোটর সাইকেল যোগে কুষ্টিয়ার খোকাসাতে তার নিজ বাড়িতে চলে আসেন। তিনি কোয়ারেন্টাইনে আছেন তার নিজ বাড়িতে।
অন্যদিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মার“ফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন যে আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের একজন কর্মচারী, আলমডাঙ্গা উপজেলার ৪ জন ও সদর উপজেলার ১ জন।
তিনি আরও জানান, জেলার চার উপজেলা থেকে মোট ১৫৮ জনের দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর, খুলনা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরমধ্যে ৬ জন করোনাভাইরাস সনাক্ত হয়েছেন এবং বাকীরা সনাক্ত হননি বলেও জানান তিনি।
Leave a Reply