December 22, 2024, 8:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অল্পের জন্য রক্ষা পেয়েছে কুষ্টিয়া শহরের থানা ট্রফিক মোড়ের তিনতলা কম্পিউটার মার্কেট শতাব্দী ভবন। ২২ এপ্্িরল সকাল ৭টার দিকে নিচতলার প্রুডেন্ট কম্পিউটারস এর বিশাল সাইনবোর্ডে বৈদ্যুতিক গোলযোগে আগুন লেগে যায়। খুব দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী সামসুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে বিদ্যুৎ আসা যাওয়া করছিল। লকডাউনে বন্ধ থাকা এ মার্কেটের নিচতলায় আগুন লেগে যায়। বিশাল ধোয়ার কু-লি ও আগুনের ফুলকি বের হচ্ছিল। সামসুল বলেন, তিনি সহ অন্য ব্যবসায়ীরা দৌড়ে পাশের মডেল থানায় গিয়ে খবর দেন। সেখান থেকে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। কয়েকশ মিটার দূরের কুষ্টিয়া ফায়ার স্টেশন থেকে দ্রুততম সময়েই চলে আসেন ফায়ার কর্মীরা। পানি নিক্ষেপ করে দ্রুততম সময়েই আগুন নিয়ন্ত্রণে আনেন।
সকাল সাড়ে ৭টার দিকে শতাব্দী ভবনের সামনে গিয়ে আর কোথাও ধোয়া বা আগুনের স্ফুলিঙ্গ আছে কি-না তা ফায়ার কর্মীদের পরীক্ষা করতে দেখা যায়। সেসময় বিদ্যুতের কর্মীরাও সাইনবোর্ডসহ বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন করেন।
জুতা ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসতে আর ৫-১০ মিনিট দেরী করলেই সাইনবোর্ডে লাগা আগুন দোকানে লেগে যেতে পারতো। এতে পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে ভয়াবহ অবস্থা হতো।
প্রুডেন্ট কম্পিউটারস এর মালিক ইবনে কায়সার নাহিদ বলেন, আল্লাহ রক্ষা করেছেন। দোকানে আগুন লাগলে অনেক ক্ষতি হয়ে যেত।
শতাব্দী ভবনের দ্বোতলার সামী কম্পিউটারের মালিক রবিউল কামাল রুবেল বলেন, তিনতলা এই ভবনে মোট ২১টি কম্পিউটারের দোকান আছে। আছে ট্রাস্ট ব্যাংক ও অ্যাপেক্স ফুটওয়ার এর শাখা এবং অন্যান্য দোকানপাট। তিনি বলেন, কম্পিউটার সামাগ্রীর এসব দোকানে আগুন লাগলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়তো।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণেই সাইনবোর্ডে আগুন লেগে যায়।
কুষ্টিয়া ওয়েস্ট জোন পাওয়ারের নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, গতকাল রাতের ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে বিদ্যুৎ সঞ্চালনে অনেক ত্রুটি হয়েছে। সেগুলো মেরামত করে সংযোগ দেয়া হয়েছে। সকাল থেকে বেশিরভাগ সংযোগ পুন:স্থাপন হয়েছে। তিনি বলেন, বজ্রপাতের কারণে ৩৩ কেভি সঞ্চালন লাইনের চিনামাটির বাটিতে সমস্যা দেখা দেয়। যা আইডেন্টিফাই করতে গিয়ে বারবার বিদ্যুৎ অন-অফ হয়েছে। তিনি বলেন, সাইনবোর্ডে বৃষ্টির পানি জমে স্পার্ক করে আগুন লাগতে পারে।
Leave a Reply