দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় স্বাস্থ্যবিধি না মানার ৬ দোকানদার ও পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ এপ্রিল) বিকালে খোকসা বাস স্ট্যান্ড ও জানিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ দোকানদার ও পথচারী কে ১০ হাজার ৯’শ টাকা জরিমানা করেন বলে জানা গেছে।
এসময় থানা পুলিশের একটি দল তার সাথে ছিলেন।
এদিকে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের ঘোষিত সর্বাত্মক লকডাউনে কুষ্টিয়ার খোকসা উপজেলার সকল অফিস আদালত সরকারি-বেসরকারি বন্ধ ছিল। তবে ব্যাংক-বীমা যথারীতি খোলা থাকলেও তেমন কোন ভিড় ছিল না। সকালের দিকে লোকজন বাজারে আসলেও বেলা গড়িয়ে দুপুর হতেই পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সমস্ত বাজার ও সড়কগুলো জনমানব শূন্য হয়ে পড়ে।
জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানে এলাকাবাসী মাস্ক পড়তে বেশ অভ্যস্ত হয়েছে বলে দেখা গেছে।
Leave a Reply