December 23, 2024, 12:05 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান বলেছেন মানবতার সেবায় নিজেকে কাজে লাগানোর মধ্য দিয়েই মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সফলতাটি অর্জিত হয়। মানবিক উৎকর্ষ অর্জনে এর থেকে ভাল মাধ্যম আর হয় না।
কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্ধোধনকালে এ কথা বলেন।
সোমবার দুপুরে শহরের আর সি অর সি এর গলিতে (স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রধান কার্যলয়) এক ঘরোয়া অনুষ্ঠানে এই খাদ্য বিতরণ কর্মসূচী উদ্ধোধন করা হয়।
সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচীর সূচনা করে সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া পাবলিক স্কুলের পরিচালক শাহাবুদ্দীন শেখ সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, উপদেষ্টা সদস্য আসিফ মুতবা,সহ-সভাপতি ফারসা নাহার নৌশি ও , উজ্জ্বল শেখ, তানজিল, রাহল,সাব্বির, সাইম,সোভন,চমক,ওমর, ফিল্ড এসোসিয়েট রিয়া আক্তার চাঁদনী,মাহফুজ, গাজী ফারুকসহ অন্যান্য সদস্যরা।
ড. আমানুর আমান অসহায় মানুষের পাশে থাকতে হবে। তাদের ভাগ্যের চাকা পরিবর্তনে তাদের জন্য কাজ করতে হবে। সেটাই মানবতা।
তিনি বলেন সমাজকে পরিবর্তন করতে হলে এসব পিছিয়ে পড়া মানুষদের জন্য আগে কাজ করতে হবে।
তিনি বলেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন। তারা নিজেরা নিজেদের জমানো টাকায় মানবতার কল্যাণে কাজ করে আসছে দীর্ঘদিন। অসু¯’্যদের পাশে সেবা, শীতার্থদের জন্য শীতবস্ত্র বিতরণ, অনাহারীর মুখে খাবার তুলে দেওয়ার মতো কাজও তারা করে থাকে। তিনি এজন্য সংগঠনের সকল সদস্য ও কর্মীদের ধন্যবাদ জানান। তিনি সংগঠনের নান কার্যক্রম পরিচালনায় তার সহযোগীতার কথা পূর্ণব্যক্ত করেন।
কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে আসছে।
Leave a Reply