December 21, 2024, 9:06 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন//*/
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৯০ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে বাংলাদেশে ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৭৭২। এ সময় আরো ১০ জনের মৃত্যু হওয়ায় কভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০। আর গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৫ জন। এখন পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫২টি। তবে আগের কিছু নমুনাসহ মোট ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার হার আগের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি।
নতুন করে আরো ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জানিয়ে তিনি বলেন, ‘প্রায়ই একটা প্রশ্ন শোনা যায় যে, সুস্থ এত কম কেন- এ প্রশ্নের জবাবে আমি বলবো করোনায় আক্রান্তদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়। অনেক সময়ে উপসর্গ ও লক্ষণ নিয়ে ১৪-১৫ দিন থাকেন। তারপরে লক্ষণ ও উপসর্গ কমতে শুরু করে। এরপর প্রায় মাসখানেক লেগে যায়।’
গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জনই পুরুষ এবং তিনজন নারী। এদের ৭ জন ঢাকার বাসিন্দা এবং ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আরো ১৫০ জনকে আইসোলশনে আনা হয়েছে। এ নিয়ে মোট ৯০০ জনকে আইসোলশনে রয়েছেন বলেও জানান তিনি। আইসোলেশন থেকে ১৫ জন মুক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫৯৪ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। আর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Leave a Reply