December 22, 2024, 7:28 pm
দৈনিক কুষ্টিয়া অনলাইন//*/
নভেল করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগে এবার চীনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামল একটি মার্কিন অঙ্গরাজ্য।
বিবিসি জানায়, মিসৌরি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ চীনের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ এনেছে। করোনা নিয়ে সঠিক তথ্য না দিয়ে বিশ্বের সকল দেশের সঙ্গে প্রতারণা করেছে চীন।
মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট বলেন, ‘চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।’
চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ। এ ছাড়া করোনা মোকাবিলায় নিজেদের সফলতা এবং বিশ্বের অন্যান্য দেশকে এ নিয়ে সহযোগিতার কথা বলে আসছে বেইজিং।
তবে বিশ্বজুড়ে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার পরও এই মহামারি এখনো নিয়ন্ত্রণে না আসায় চীনের ওপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।
মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনি পদক্ষেপ। মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।
Leave a Reply