December 23, 2024, 2:03 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর//×/
মেহেরপুরে করোনা আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ০৩ থেকে ৪০। তিনি বেসরকারী সংস্থা ব্রাকের একজন স্বাস্থ্যকর্মী। ক্জ করতেন যক্ষ্ নিয়ে।
তার বাড়ি জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে।
চারদিন আগে তার থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। আজ (২২ এপ্রিল) সকালে সেখান থেকে রির্পোট পজিটিভ আসে।
মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান করোনা ভাইরাসে আক্রান্ত ঐব্যক্তির অবস্থা এখনও ভাল রয়েছে। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার শরীরের পরবর্তী অগ্রগতি দেখে পূনরায় সিদ্ধান নেয়া হবে।
মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গণি জানিয়েছেন আক্রান্তের বাড়ি সহ চৌহুদ্দির ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
জেলা প্রশাসক সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তত এই মুহূর্ত থেকে সকলের উচিত বাড়ির বাইরে বের না হওয়া।
Leave a Reply