December 22, 2024, 3:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে দিন দুপুরে এক বৃদ্ধকে মারধর করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অমানবিক এ ঘটনা তদন্তে গুরুত্বের সাথে মাঠে নেমেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের আইসিটি সেলকে তলব করেছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করতে।
ঘটনার শিকার কালু মন্ডল (৭০) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ দিয়েছেন।
থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কালু মন্ডল (৭০) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শীতলীডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক ব্যাক্তি ভ্যানে উঠে ক্যাম্পাসের দিকে নিয়ে যায়। পুরো বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে এক পর্যায়ে স্কুলের দিকে নিয়ে যায়। পাশের মেহগনি বাগানের দিকে যায় ওই ব্যাক্তি। এরপর একশত টাকার একটি নোট দিয়ে ভাড়া নিতে বলে। এসময় ভাড়া নিতে গেলে সুযোগ বুঝে পেছন থেকে ওই ব্যাক্তি কালু মন্ডলের ওপর হামলে পড়ে। পরে জ্ঞান ফিরলে তিনি দেখেন ওই লোক এবং ভ্যান নাই।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যান চালিয়েই সংসার চলতো কালু মন্ডলের। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভ্যান উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেছেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় সিসি ফুটেজ দেখতে বিলম্ব হচ্ছে। আইসিটি সেলকে ডেকে পাঠানো হয়েছে। তারা আসলেই সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখা হবে। এ ব্যাপারে তদন্তের দায়িত্বে থাকা পুলিশের এস আই শাখাওয়াত হোসেন বেশ তৎপরতা দেখাচ্ছেন। ফুটেজ পেলে ছিনতাইকারী সনাক্ত করতে ঘটনার শিকার ভ্যানচালককেও নিয়ে আসা হবে বলেন প্রক্টর।
Leave a Reply