October 30, 2024, 10:14 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। ৮ এপ্রিল সকাল ৯টায় কুষ্টিয়ার ৬টি কেন্দ্রে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রের স্থান পরিবর্তন করে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে। এই বিদ্যালয়টি হাসপাতালের ৫০০ গজের মধ্যেই।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ফেব্রুয়ারী মাসের ৭ ও ৮ তারিখে যারা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাদের মোবাইল ফোনে ম্যাসেজ প্রাপ্তি সাপেক্ষে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। তিনি বলেন, হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ কেন্দ্রের কাছাকাছি হওয়ায় টিকাদান কেন্দ্রটি পাশ্ববর্তী কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এতে টিকা নিতে আসারা নিরাপদ থাকবেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা, নূরুন্নাহার জানান, জেলায় ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন।
Leave a Reply