December 23, 2024, 12:17 am
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙা/
চুয়াডাঙায় এক সংসদ সদস্যের পক্ষে করা একটি ডিজিটাল আইনের মামলায় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে। বুধবার রাতে শহরের হাসান শহীদ চত্বর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে তারা ঐ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।
গ্রেফতার তিনজন চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসপাড়ার ইখতিয়ার উদ্দিনের ছেলে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ (৩২), চুয়াডাঙ্গা বাগানপাড়ার আবু বক্করের ছেলে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত হোসেন (২৬) ও পোস্ট অফিসপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে ৩ নং ওয়ার্ড স্বে”ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দিশান আহমেদ (২৪)।
চুয়াডাঙা সদর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান ওয়ারেন্টভুক্ত ঐ তিনজন শহরের হাসান শহীদ চত্বরের একটি জায়গায় মিটিং করছিলেন এমন সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে সেখানে তিনি অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে গ্রেফতার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান মামলার তুলে ধরে বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ১৩ আগস্ট ২০২০ চুয়াডাঙা জেলা শিল্পকলা একাডেমিতে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি ১৬ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য রাখেন। কিন্তু ওই বক্তব্য ই”ছাকৃতভাবে কর্তন ও সম্পাদনা করে ৩০ সেকেন্ডের একটি অসত্য ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসসবুকে পোষ্ট করা হয় ২০২০ সালের ১৯ আগষ্ট। এ ঘটনায় ঐ দিনই জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন চুয়াডাঙা সদর পুলিশ স্টেশনে। ওই মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়।
তদন্ত শেষে পুলিশ ঐ দিনই চার্জশিট দাখিল করে চুয়াডাঙা চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে। ২০ আগষ্ট শুনানি শেষে একই আদালত থেকে আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।
অপরদিকে, একই দিন জেলা স্বে”ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে একই ধারার একই থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত ১৭ আগস্ট সাবেক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর নামে ভিজিএফের চাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়।
কিš‘ এ মামলার একনও তদন্ত চলছে বলে পুলিশ উল্লেখ করেন।
Leave a Reply