December 22, 2024, 7:18 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা মহামারী ঠেকাতে সরকারী জারি নিয়ম না ভাঙতে ব্যবসায়ীদের ধৈর্য ধারনের অনুরোধ কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেন যা কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে সবই জনস্বার্থে। জনগনের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়ার ব্যবসায়ী নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
জেলা প্রশাসক বলেন সরকার সারা বিশে^র সাথে তাল মিলিয়ে করোনা প্রতিরোধে সকল কর্মকান্ড করে যাচ্ছে। তাদের দেখানো সকল কিছু অনুসরণ করে যাচ্ছে। কোন কিছুই কারো উপর আরোপ করা হচ্ছে না। সকল সিদ্ধান্তই স্বাস্ব্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে নেয়া হচ্ছে।
ব্যবসায়ী নেতাদের দেয়া বক্তব্য ধরে তিনি বলেন দোকান-পাট বন্ধ এবার হয়তো বেশী দিন স্থায়ী হবে না। সরকার এ বিষয়ে সহানুভুতিশীল।
তিনি ব্যবসায়ীদের অনুরোধ জানান দোকান পাট খুলে দেয়ার দাবিতে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) মৃণাল কান্তি দে, এডিএম সিরাজুর ইসলাম, এডিসি (রাজস্ব) ওবায়দুর রহমান, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজি রবিউল ইসলাম, সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লকডাউনের প্রথম দিন থেকেই ব্যবসায়ীদের কিছু অংশ শহরে রাস্তায় নেমে লকডাউন বিরোধী তৎপরতা চালাচ্ছে।
Leave a Reply