December 23, 2024, 1:49 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
রমজানের প্রস্ততি নিতে শুরু করেছের শহরতলীর মঙ্গলবাড়িয়ার স্বল্প আয়ের রমজান আলী। দিন তার ভালো যাচ্ছনা। তিনি সকালে শুনতে পান শহরে কম দামে টিসিবির পণ্য বিক্রয় হচ্ছে। সে শহরের পাঁচ রাস্তার মোড়ে এসে অনেক মানুষের ভীঁঁড়ে একজন হয়ে যান। লাইনে দাঁড়ান এবং টিসিবির কয়েকটি পণ্য ক্রয় করেন।
রমজান জানান তিনি ছোলা কিনতে পৌর বাজারে গিয়েছিলেন কিন্তু ছোলার দাম সেখানে প্রতি কেজি ৮০ টাকা। দাম শুনে রীতিমতো তিনি হতবাক। শেষ পর্যন্ত টিসিবি’র ট্রাক থেকে ৬০ টাকায় এক কেজি ছোলা কিনলেন। একইভাবে সয়াবিনসহ কয়েকটি পণ্য কিনলেন।
এভাবে বাজার দরের চেয়েও তুলনামূলক কম দামে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি.সি.বি)। দাম কম হওয়ায় টিসিবির পণ্য ভোক্তাদের নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করতে মূল্য নির্ধারণ করে দিয়েছে টিসিবি। নির্ধারিত তালিকা অনুযায়ী প্রতি কেজি মশুরী ডাল (অস্ট্রেলিয়া) ৫০ টাকা, চিনি (তীর) প্রতি কেজি ৪৭ টাকা, প্রতি লিটার সয়াবিনের বোতল (তীর-পুষ্টি) ৮০ টাকা, ছোলা (অস্ট্রেলিয়া) প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর (নাগাল) প্রতি কেজির দাম ১২০ টাকা।
শাপলা চত্বরে কার্যক্রম সমন্বয় করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এস,এম কাদেরী শাকিল ও পরিচালক মুরাদ চৌধুরী।
Leave a Reply