December 22, 2024, 8:12 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গায় ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করায় জাত গেছে অজুহাতে বাশফোঁড় ঐ নারীর শরীরে বাংলা মদ ছিটিয়ে পবিত্র করার নামে নজীরবিহীন প্রক্রিয়ায় নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রতিবাদে আজ (শনিবার) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার লিখিত অভিযোগ করা হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করে ডোম সমাজিপতিরা। গত ২৩ মার্চের ঐ বিচার সভায় হৃদয় ডোমের পরিবারকে ঢেকি বা একঘরে করে রাখার ভয় দেখানো হয়। পরে বিচারের রায়ে রিতাকে বাশফোঁড় সম্প্রদায় থেকে ডোম সমাজে রূপান্তরিত করে পবিত্র করার নির্দেশ দেয়া হয়। নির্দেশ মোতাবেক ৫০-৬০ পুরুষের সামনে নববধূ রিতা বাশফোঁড়ের শরীরে বাংলা মদ ছিটিয়ে দেন তারা। একই সাথে হৃদয় ডোমের পরিবারকে নগদ ৬ হাজার টাকা জরিমানা, আগামী ২০ দিনের মধ্যে বাংলাদেশের সকল ডোম সম্প্রদায়ের লোকজনকে দাওয়াত করে খাওয়ানোর নির্দেশ এবং নববধূ রিতা বাশফোঁড় তার বাবার বাড়িতে গেলেও সেখানে তিনি কোনো প্রকার খাদ্যগ্রহণ করতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়।
বিচারের আয়োজন ও রায় রচনা করেন ডোম সম্প্রদায়ের কথিত নেতা রতন ডোম, দুখু, চলুয়া, ভুটকা, বাদল হিরু ডোম।
এদিকে, ওই ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া হয় বিভিন্ন স্থানে বসবাসরত এসব সম্প্রদায়ের লোকেদের মধ্যে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার নেতৃবৃন্দ।
শনিবার চুয়াডাঙ্গা পৌর এলাকার মাছের আড়ত পট্টিতে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখা। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি প্রসেনজিৎ দাস মলয়, সাধারণ সম্পাদক হেমন্ত দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ডোম, বাংলাদেশ হরিজন সম্প্রদায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নিশিকান্ত ভুঁইমালী, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের নাট্য বিষয়ক সম্পাদক সেলিমুল হাবিব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন এই যুগে দাঁড়িয়ে এ ধরনের বিচার মেনে নিতে হ”েছ। ধর্মে বা রেওয়াজে এতসব কিছু নেই বলেও তারা দাবি করেন। তারা বলেন অনেক রেওয়াজ একেবারে খেয়াল খুশির মতো চলছে।
হৃদয়-রিতা দম্পতির বিয়ের ঘটনায় সমাজপতিদের অন্যায় বিচারের রায় বাতিলসহ আগামীতে বিচারের নামে যেন কোনো নারী বা কোনো পরিবারকে হেনস্তা-অপমানের শিকার না হতে হয় তাই জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবিলম্বে এ ঘটনার দৃষ্টান্তমুলক শান্তির দাবি করেন না তারা।
এ বিষয়ে হৃদয় ডোমের চাচা বিপ্লব ডোম বলেন, তিনি বুঝতেই পারছেন না এ টা কোন ধরনের বিচার হয়েছে। কোন ধর্শ থেকে এটা পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী বলেন, বিচারের নামে এগুলো করা যাবে না।
এ ব্যাপারে চুয়াডাঙার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান উভয় পক্ষকে নিয়ে পুলিশ ইতোমধ্যে প্রথম দফা বৈঠক করেছে। এ প্রতিবেদক যখন কথা বলেন বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলছিল বলে পুলিশ সুপার জানান।
তিনি বলে বিষয়টি মিটমাট হয়ে যাবে।
Leave a Reply