December 22, 2024, 3:38 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ায় ১৮, ঝিনাইদহে ১০, চুয়াডাঙায় ১০ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্যে এটা জানা যায়।
পিসিআর ল্যাবে ১ এপ্রিল মোট ২৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৮১ টি, চুয়াডাঙ্গা জেলার ৩২টি, ঝিনাইদহ জেলার ৫৯টি, মেহেরপুর জেলার ১৫ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৭ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৮টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১০টি, মেহেরপুর জেলার ০১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪০৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
করোনার সংক্রমণ থেকে রক্ষায় কুষ্টিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। জনগনকে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হচ্ছে। ইতোমধ্যে জেলার সকল ধরনের সভা সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। রেস্তোরা, পার্ক, স্কুল কলেজের কোচিংও বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কয়েকটি টিমও কাজ করছে।
যোগাযোগ করা হলে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান সরকারের তরফ থেকে নিদের্শনা মোতাবেক সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তিনি জনগনকে সচেতন হবার আহবান জানান।
Leave a Reply