December 22, 2024, 2:40 pm
জাহিদুজ্জামান/
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সীমান্তের ভারত প্রান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফের মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে সর্বোচ্চ সতর্কতা মেনে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার শিকারপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল সাড়ে ৩টায় এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে ৪৭ ব্যাটালিয়ান কুষ্টিয়া সেক্টরের জওয়ানরা আর বিএসএফের পক্ষে নদীয়ার ৩৯ ব্যাটালিয়ানের সদস্যরা অংশ নেয়। খেলায় বিএসএফ ৩-০ গোলে জয়লাভ করেছে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়ান কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান বলেন, বিএসএফের আমন্ত্রণে বিজিবি এই মৈত্রী ফুটবল খেলতে এসেছে। এ ধরণের উদ্যোগের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের আরো উন্নতি হবে। এ আয়োজনে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন, ইন্টার্ন কমান্ডার ইন্সপেক্টর জেনারেল পিএস বাইনস।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল খেলার এই আয়োজন ঘিরে উৎসব জমে ওঠে। শিকারপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ দুই দেশের পতাকা এবং বেলুন দিয়ে সাজানো হয়। অতিথি ও দর্শনার্থীদের কয়েক দফা পরীক্ষা করে মাস্ক ও স্যানিটাইজার দিয়ে ভেন্যুতে নেয়া হয়। খেলা শুরু আগে বাংলা ও হিন্দী ভাষায় গান ও নাচে দুই দেশের ঐতিয্য তুলে ধরা হয়। ছিলো ডগ স্কোয়াডের বিশেষ শো। করোনার কারণে কড়াকড়ি থাকলেও এসব দেখতে আসেন বাংলাদেশ ও ভারতের অনেক দর্শক।
দুই দেশের জাতীয় পতাকা বাজানোর মধ্য দিয়ে খেলা শুরু হয়। শুরু থেকেই খেলায় প্রভাব বিস্তার করে বিএসএফের সদস্যরা। প্রথামার্ধেই তারা ২টি গোল করেন। বিজিবির পক্ষে তেমন আক্রমণ বা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করলে বিএসএফ ৩-০ গোলে জয়লাভ করে। অনেকগুলো গোল সেভ করায় বিজিবির গোল রক্ষক আকাশ আলী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে দুই দেশের এই মেলবন্ধনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
করোনার কারণে ২০২০ সালে এই খেলার আয়োজন বন্ধ ছিলো। ২০১৯ সালে হয়েছিল সীমান্তের বাংলাদেশ প্রান্তে।
Leave a Reply