December 21, 2024, 8:37 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেরামতের সময় নিজ ট্রাক্টরের নিচে চাপা পড়ে হোসেন আলী ওরফে হুসাইন (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ট্রাক্টর নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন চালক হোসেন। এসময় তার ট্রাক্টরে সমস্যা দেখা দেয়। পরে বাসস্ট্যান্ডের পাশে ট্রাক্টরটি রেখে নিজেই তা মেরামত শুরু করেন চালক হোসেন আলী। অসাবধানতাবসত ট্রাক্টরের হাইড্রলিক বকেট ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মাসুম মিয়ার ট্রাক্টর চালাতেন চালক হোসেন আলী। সকালে ট্রাক্টরে সমস্যা দেখা দিলে মেকারের কাছে না নিয়ে নিজেই তা মেরামত করছিলেন হোসেন। হঠাৎ হাইড্রলিক ভেঙে তার মাথার উপর পড়ে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, হোসেনের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই হাসপাতালে নেয়ার পূর্বেই মারা যান তিনি।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply