December 22, 2024, 8:40 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনাভাইরাসের চলমান ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে ২১ মার্চ থেকে জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে সারাদেশে মাঠে নামবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে করোনা সচেতনতা নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
এর প্রেক্ষিতে সারা দেশের মতো কুষ্টিয়াতে মাঠে থাকবে পুলিশ। পুলিশের এক কর্মকর্তা জানান তারা ইতেমাধ্যে নির্দেশনা পেয়েছেন।
জরুরি সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারি।
২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শুরু হবে এ কার্যক্রম। এতে কমিউনিটি পুলিশ ও বিট পুলিশ কাজ করবে। তারা মাস্ক পরতে উদ্বুদ্ধ করবে, প্রয়োজনে বিনামূল্যে মাস্ক সরবরাহ করবে।
সংবাদ সম্মেলনে করোনা সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরে আইজিপি বলেন, গত এক বছরের মধ্যে ফেব্রুয়ারিতে সবচেয়ে কম আক্রান্ত ছিল। মার্চে আবার ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তিনি বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরতে হবে, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। জনসমাগম বা ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে সেখান থেকে বাসায় ফিরে কাপড় খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এদিকে কুষ্টিয়াতে সোমবারে অনুষ্ঠিত আইন শৃঙ্খরা সভায় জনগনতে মাস্ক পড়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে জোর তৎপরতার চালনোর উপর গুরুত্ব দেয়া হয়।
কুষ্টিয়া জেলা প্রাশাসন সূত্রে জানা গেছে ইতোমধ্যে এ সংক্রান্ত নিদের্শনা দিয়ে শহরে মাইকিং কার্ডক্রম চলছে।
Leave a Reply