December 23, 2024, 5:18 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//*/
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট কলোনীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ফাহিম নামের ৪ বছরের শিশু জখম হয়েছে। শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন।
ফাহিমের বাবা ফয়সালের দাবী যে ২০ এপ্রিল বিকেল স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তাদের বাড়ির গেটে এসে দাড়িয়ে মাদক বেচাকেনা করছিলো। যা তারা হরহামেশাই করে থাকে। ফয়সালের পরিবারের লোকজন নিষেধ করায় মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলায় ফয়সালের ৪ বছরের শিশু পুত্র ফাহিম গুরুত্বর জখম হয়।
এলাকাবাসী ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় অস্ত্রপাচার শেষে তাকে ৬ নং ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে রাজারহাট এলাকার কলোনীপাড়ায় মাদকের ব্যবসা চলে আসছে। মাদক বিক্রিকে কেন্দ্র করে বহু খুন-খারাবী হয়েছে রাজারহাট এলাকায়। মাদক ব্যবসায়ী ফুটু ও রাসেল পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে।
Leave a Reply