December 22, 2024, 8:07 pm
আসিফ যুবায়ের/
মশার কামড়ে দুর্বিসহ হয়ে উঠেছে কুষ্টিয়া পৌরবাসীর জীবন। মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার পরও মশার উৎপাত কমছে না।
কয়েক সপ্তাহ ধরে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিক জীবন। ঘরে-বাইরে, অফিস, স্টেশন অথবা চা স্টলে সর্বত্রই এখন মশার রাজত্ব। মশার কয়েল, স্প্রে সব কিছুই মশার কাছে হার মানছে। পৌরসভার নালা-নর্দমা প্লাস্টিক, পলিথিন এবং আবর্জনায় ভরে উঠেছে। এ কারণে পানি জমে মশার প্রজনন বেড়েছে। নগরবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের মশা নিধনে কার্যকর উদ্যোগ নেই। ওষুধ ছিটানোর ফগার মেশিন দিয়ে বিষ ছিটিয়েও তেমন কাজ হচ্ছে না।
কুষ্টিয়া পৌর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, গত এক সপ্তাহ ধরে মশার উৎপাত বেড়েছে চরম আকারে। এতে আমরা খুবই অতিষ্ঠ। মশা নিয়ন্ত্রণে কয়েল ব্যবহার করেও উপদ্রব কমানো যাচ্ছে না।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী দৈনিক কুষ্টিয়াকে বলেন, মশার জন্য আসলে কোন বিষ প্রযোজ্য সেই তথ্য পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারাও তেমন রেসপন্স করে না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে সব রকমের বিষ কিনে এনে পরীক্ষা করেছি কোনটা ভাল কার্যকরী। সেই অনুযায়ী কুষ্টিয়া পৌরসভা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। আনোয়ার আলী বলেন, মানুষকে সচেতন হতে হবে। যা হাতের কাছে পায় সব যদি ড্রেনের মধ্যে ফেলে তাহলে মশার উপদ্রব বাড়বেই। ড্রেন সচল রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
Leave a Reply