December 22, 2024, 8:02 pm
হাসান আলী, বিশেষ অতিথি প্রতিবেদক/
কুষ্টিয়ায় দেড়’শ বছরের পুুরোন ঐতিহ্যবাহী একটি স্কুলের প্রধান শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে স্কুলের সম্পত্তি আত্মসাৎ এবং অজ্ঞাত কোটি টাকার সম্পদ আহরণের দায়ে পৃথক দুটি মামলা করেছে দুদক কুষ্টিয়া সমন্বিত কার্যালয়।
অভিযুক্তরা হলেন কুষ্টিয়া হাই ঐ স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান (৫৭) ও তার স্ত্রী বিলকিস রহমান (৪৭)।
সোমবার বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক(দায়িত্বপ্রাপ্ত) তহিদুল ইসলামের আদালত মামলা দুটি আমলে নেন। এর আগে দুদক কুষ্টিয়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত এজাহারটি আদালতে দাখিল করেন দুদকের আইনজীবি এডভোকেট আল-মুজাহিদ মিঠু।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ৮অক্টোবর হতে ২০২০ সালের ১৮আগষ্ট সময়কাল পর্যন্ত কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের স্ত্রী বিলকিস রহমান (৪৭) জ্ঞাত আয় বহির্ভুত ৫৫লক্ষ ৩৩হাজার,৫শ ৬৪টাকা আহরণ করেছেন; দুদক তদন্তকালে প্রশ্নের জবাবে কোন সদুত্তোর দিতে পারেননি যা দুদক আইন ২০০৪ এর দ:বি: ২৬(২) এবং ২৭(১) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সুষ্পষ্ট লংঘন। একই ভাবে প্রধান শিক্ষক সদর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা মৃত: ময়েন উদ্দিন আহমেদের ছেলে মো: খলিলুর রহমান ২০১৫ সালের ২৫ ফেব্রæয়ারী হতে ২০২০ সালের ১৮ আগষ্ট সময়কালের মধ্যে ৫২লক্ষ, ৫৫হাজার, ১শ ৬৯ টাকা আয়ের বৈধ কোন উৎস দেখাতে ব্যর্থতাসহ তদন্তকালে সদুত্তোর দিতে না পারায় তিনি তার স্ত্রী বিলকিস রহমানের মতই অভিন্ন ধারার অপরাধ সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় খলিলুর রহমানের বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা করা হয়।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শতকোটি টাকার সম্পদ প্রকাশ্যে দিবালোকে একটি প্রভাবশলী মহল নানাভাবে লুটপাট ও আত্মসাতের ঘটনা ঘটিয়ে আসছে।
দুদকের মামলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়ে কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের স্বা¯’্য বিষয়ক সম্পাদক ডা: একে এম মুনির বলেন, দুদকের মামলার বিষয়ে শুনেছি। এটা প্রধান শিক্ষকের ব্যক্তিগত বিষয়।
Leave a Reply