December 22, 2024, 7:59 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় রেল দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘনায় একটি গমবাহী ট্রেনের ৮টি বগিই লাইচ্যুত হয়ে পড়ে আছে লাইনের উপরেই। কুষ্টিয়া বড় স্টেশনের অদুরে মিলপাড়ায় এ ঘটনা ঘটে বেলা ২টার দিকে।
স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান ট্রেনের লাইন পরিদর্শনে থাকা ট্রেনের শ্লিপার একটি ট্রলির সাথে গমবাহী টেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কেউ হতাহত হননি বলে তিনি জানান। গমবাহী ট্রেনটি রাজশাহী থেকে ফরিদপুরে যাচ্ছিল।
দূর্ঘটার পর কুষ্টিয়া-থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে। কুষ্টিয়া উপার দিয়ে যাওয়া সকল ট্রেনও বন্ধ। ফলে খুলনা-গোয়ালন্দ, রাজশাহী-ফরিদপুর-গোপালগনজ সকল রুটের ট্রেন গুলোর চলাচল ¯’গিত রয়েছে।
স্টেশ মাস্টার জানান পাকশীতে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসবে।
তবে কখন নাগাদ লাইন পূণ সংযোজিত হতে পারে তা তিনি নিশ্চিত করে বলতে পারেন নি।
Leave a Reply